Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 15 Jan 2025 16:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আনসার বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্যকে প্রশিক্ষিত করে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বাহিনীর সদস্যদের মৌলিক অস্ত্র চালানোর পাশাপাশি কর্মমুখী ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সংকটময় পরিস্থিতিতে তাদের দক্ষভাবে কাজে লাগানো সম্ভব হবে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসার সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন দায়িত্ব পালন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালন করছে। তবে তাদের সুযোগ-সুবিধায় কিছু ঘাটতি রয়েছে। এ বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অঙ্গীভূত আনসারদের তিন বছর চাকরির পর ছয় মাসের ‘রেস্ট প্রথা’ বাতিল করা হয়েছে। এটি তাদের আর্থিক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাবে সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, আপনাদের বলিষ্ঠ ভূমিকা পার্শ্ববর্তী দেশে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন আরো বাড়ানোর আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পিএসসি উপস্থিত ছিলেন।
     
বিনিয়োগবার্তা/ডিএফই//