নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি পরীক্ষার জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যার মাধ্যমে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) প্রক্রিয়া এবং শর্তাবলী পরিবর্তন করা হয়েছে।
এতে উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো:
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম: প্রথম পর্বে জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (জেএআইবিবি) এবং দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকারস (এআইবিবি) পরীক্ষা হবে। এ পরীক্ষাগুলি ব্যাংকিং সম্পর্কিত মৌলিক এবং উচ্চতর জ্ঞান যাচাই করবে। নতুন নির্দেশনা:
- সিনিয়র অফিসার অথবা সমমানের পদে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে ১০ শতাংশ নম্বর বরাদ্দ করা হয়েছে, যেখানে ৫ শতাংশ নম্বর জেএআইবিবি এবং ৫ শতাংশ নম্বর এআইবিবি পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। - ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। - ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদানকারী কর্মকর্তাদের জন্য পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অর্থিক প্রণোদনা: ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ব্যাংক কর্তৃক আর্থিক প্রণোদনা দেওয়া হবে। জেএআইবিবি উত্তীর্ণদের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা এবং এআইবিবি উত্তীর্ণদের জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা প্রণোদনা প্রদান করা হবে।
এ নির্দেশনা আগামী দিনে ব্যাংকিং খাতে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগবার্তা/এসএএম//