নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে, যা আগে শেখ পরিবারের সদস্যদের নামে ছিল। এসব নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগের নাম সংশ্লিষ্ট জেলার নামের সাথে যুক্ত করা হয়েছে।
নতুন নামকরণের সিদ্ধান্তটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বৃহস্পতিবার অনুমোদিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
নাম পরিবর্তনের বিস্তারিত তালিকা:
১. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা → নেত্রকোনা বিশ্ববিদ্যালয়
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ → কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ → নওগাঁ বিশ্ববিদ্যালয়
৪. মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর → মেহেরপুর বিশ্ববিদ্যালয়
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর → গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় → শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি → বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি
৮. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর → জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর → পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ → নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ → গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম → মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় → এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
এই সিদ্ধান্তটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল শেখ পরিবারের সদস্যদের নামে—শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এর মধ্যে শেখ হাসিনার নামে দুটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৯টি, আর শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে দুটি বিশ্ববিদ্যালয় ছিল।
এই নাম পরিবর্তন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং সরকারি মন্ত্রীরা এই সিদ্ধান্তের সমর্থনে জানিয়েছেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো স্থানীয় এবং জাতীয় পরিচয়ে আরো ঐক্যবদ্ধ হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//