Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jan 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে বাচ্চু মিয়া (৫০) এবং একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে আব্দুল মন্নাফ মিয়া (৪৮)। নিহত বাচ্চু মিয়া দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রীসহ ব্যাটারিচালিত অটোরিকশা হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা ছিটকে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাচ্চু মিয়া ও যাত্রী আব্দুল মন্নাফ নিহত হন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে এবং লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএইচআর/এসএএম//