নিজস্ব প্রতিবেদক: মেধাসম্পদের অধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বিপদ বাড়বে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো সেভাবে মেধাসম্পদ অধিকারের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না। একটি পণ্যের ব্র্যান্ড মূলত নির্ভর করে এ মেধাসম্পদ অধিকারের ওপর। সঠিকভাবে মেধা সম্পদ অধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বিপদ ডেকে আনবে। সবার আগে এটি বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ইউজিসি আয়োজিত ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য মেধা সম্পদ অধিকার নিশ্চিতকরণ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মাছুমা হাবিব বলেন, প্রধান উপদেষ্টা একজন শিক্ষক। তাই আমাদের সমস্যাগুলো তিনি বুঝবেন। আশা করছি, শিক্ষা উপদেষ্টা শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়ানোর বিষয়ে আমাদের প্রতি সদয় হবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামানকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ২০১৮ থেকে ২০৩০ সালের অ্যাকশন প্ল্যান-১৯ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এ বিষয়ে উদ্বুদ্ধকরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউজিসির পরিচালক ড. দূর্গা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বাউবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ডিপিডিটির উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, ইউজিসির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ, ডিপিডিটির সহকারী পরিচালক মো. বেলাল হোসেন। কর্মশালার প্রতি ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন করে শিক্ষক ও কর্মকর্তা অংশ নেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//