Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jan 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২৩ জানুয়ারি রাত ১টা ২৬ মিনিটে দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ১১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির দুটি ঝাঁকুনি অনুভূত হয়, প্রথম ঝাঁকুনির সময় কম্পন ২-৩ সেকেন্ড স্থায়ী ছিল, যার ফলে বেশ কিছু সময় ধরেই ঘরবাড়ি কাঁপতে থাকে। দ্বিতীয় ঝাঁকুনিটি তুলনামূলকভাবে কম তীব্র ছিল।

এ ভূমিকম্প রাজধানী ঢাকা সহ সিলেট, শেরপুর, ফেনী এবং দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। যদিও ভূমিকম্পটি শক্তিশালী ছিল, তবে এটি দীর্ঘ সময় স্থায়ী হয়নি। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কিত হয়ে ওঠেন, তবে পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়।

ভলকানো ডিসকভারি ওয়েবসাইট জানায়, মিয়ানমারে এই ভূমিকম্পটির উৎপত্তি হলেও বাংলাদেশে এর প্রভাব অনেকটা বিস্তৃত ছিল। বিশেষত, বিছানায় থাকার সময় অধিকাংশ মানুষ শক্তিশালী কম্পন অনুভব করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//