নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য সরকার। শুক্রবার (২৪ জানুয়ারি) জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে আয়োজিত এক প্রদর্শনী উদ্বোধনকালে এ সমর্থনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, ‘যুক্তরাজ্য সরকার বাংলাদেশী জনগণের জন্য গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘জুলাই জাগরণ’ শিরোনামে এ প্রদর্শনীর আয়োজন করেছে দৈনিক প্রথম আলো। আট দিনব্যাপী এ প্রদর্শনীতে জুলাই-আগস্টে গণমাধ্যমটিতে প্রচারিত আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন সংবাদের ‘কাটিং’, ভিডিও প্রতিবেদন, প্রামাণ্যচিত্র এবং গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মারক ও নিহতদের ব্যবহৃত দ্রব্যাদি প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনী উদ্বোধনকালে সারাহ কুক বলেন, ‘ছাত্র-নেতৃত্বাধীন জুলাই-আগস্টের আন্দোলনে নৃশংসতা ও প্রাণনাশের ঘটনায় বাংলাদেশের বন্ধু হিসেবে যুক্তরাজ্য গভীরভাবে মর্মাহত। আমরা সাহসী তরুণ-তরুণী এবং আরো অনেককে স্বীকৃতি দিচ্ছি, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যৎ দাবি করেছিলেন। সে সময় আহতদের অনেকে এখনো সেরে উঠছেন। আমরা আনন্দিত যে গত বছর ঢাকা সফর করা যুক্তরাজ্যের একটি জরুরি চিকিৎসা দলের মাধ্যমে তাদের সেরে ওঠায় সামান্য ভূমিকা রাখতে পেরেছি।’
ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘জবাবদিহিতা উন্নীত করার এজেন্ডা এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনগুলো শনাক্ত ও নথিভুক্ত করতে যেসব স্বাধীন কমিশন কাজ করছে, আমরা তাদেরকে সমর্থন করি। আমরা বিশ্বাস করি, একটি স্থায়ী রাজনৈতিক সমঝোতার জন্য উপযুক্ত পরিবেশই সুশাসন নিশ্চিত করতে পারে। প্রাণবন্ত গণমাধ্যমের নিশ্চয়তা ও নাগরিক সমাজ এ প্রদর্শনীতে তুলে ধরা সহিংসতার সে অন্ধকার দিনগুলোতে আর কখনো ফিরে না যেতে সহায়তা করতে পারে। আমরা আশা করি, বাংলাদেশী জনগণের জন্য গণতন্ত্র, স্বাধীনতা এবং সমৃদ্ধির ভিত্তিতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিনিয়োগবার্তা/ডিএফই//