Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jan 2025 14:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংকিং-২০২৫’-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকটি বিভাগ তালিকায় জায়গা করে নিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল সায়েন্স ও মেডিকেল অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোশ্যাল সায়েন্সের বিভাগের মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ এবং জার্নালিজম মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ। মেডিকেল অ্যান্ড হেলথের বিভাগের মধ্যে রয়েছে ফার্মেসি এবং পাবলিক হেলথ বিভাগ।

সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। মেডিকেল অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান ৩০১-৪০০তম এর মধ্যে।

তাছাড়া ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে দেশের মধ্যে প্রথম হয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তমর মধ্যে অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টির।

এদিকে, এ স্বীকৃতির ফলে বৈশ্বিক পরিমণ্ডলে শিক্ষা ও গবেষণায় নেতৃত্বদানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আরও সুযোগ তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে প্রথম হওয়া জার্নালিজম, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন বলেন, এটি শুধু অর্জন নয়, এটি আমাদের দায়বদ্ধতাও। আগামীতে আমাদের লক্ষ্য হলো এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেন আমরা জায়গা করে নিতে পারি।

বিনিয়োগবার্তা/ডিএফই//