Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Feb 2025 00:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বাড়িয়েছে সরকার। যা আগামীকাল থেকে কার্যকর হবে। ১ টাকা বৃদ্ধির ফলে ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। অকটেনের দামও ১২৫ থেকে ১ টাকা বাড়িয়ে ১২৬ টাকা এবং একইভাবে পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১২২ টাকায় সমন্বয় করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্তে এ দাম সমন্বয় করা হয়েছে।

প্রসঙ্গত, জানুয়ারি মাসে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছিল। তবে অকটেন ও পেট্রোলের দাম সে সময়ে অপরিবর্তিত ছিল।

বিনিয়োগবার্তা/এসএএম//