Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Feb 2025 01:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসির সঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রেমিট্যান্স কোম্পানি রিয়া মানি ট্রান্সফারের আনুষ্ঠানিক ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানেেএ বিষয়ক একটি চুক্তি হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এসময় ইন্ডিয়া ও সাউথ এশিয়া রিয়া মানি ট্রান্সফার সার্ভিসেস প্রাঃ লিঃ এর এমডি ও সিনিয়র রিজনাল ডিরেক্টর ড. এমিল রুবান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. এমিল রুবান বলেন, “রিয়া মানি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানি ট্রান্সফার সার্ভিস, যার কার্যক্রম বিশ্বের ১৯০টি দেশে রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের কার্যকর রেমিট্যান্স সমাধান প্রদান করতে সক্ষম হবে এবং আমাদের ব্যবসাকে আরও প্রসারিত করবে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, “রিয়া মানি ট্রান্সফারের সাথে এই ব্যবসায়িক কার্যক্রম আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য লেনদেন নিশ্চিত করতে এবং রেমিট্যান্স পরিষেবাগুলোকে উন্নত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করে।”

বিনিয়োগবার্তা/এসএএম//