নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে তারা তাদের অ্যাডভান্সড ক্যান্সার কেয়ার ফ্যাসিলিটি ও মাল্টি-ডিসিপ্লিনারি চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছে। এ বছরে থিম ‘ইউনাইটেড বাই ইউনিক’ এর সাথে মিল রেখে এভারকেয়ার ঢাকা’র পার্সোনালাইজড অনকোলজি কেয়ার সুবিধা তুলে ধরা হয়, যেখানে প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
এভারকেয়ার হসপিটাল ঢাকা’র ক্যান্সার কেয়ার সেন্টারের অভিজ্ঞ অনকোলজিস্টরা তাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক সেবাগুলো নিয়ে আলোচনা করেন, যেখানে প্রাথমিক শনাক্তকরণ, মেডিকেল অ্যাডভান্সমেন্ট এবং সমন্বিত চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন – এভারকেয়ার হসপিটাল ঢাকা’র মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ; রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য; হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা: আবু জাফর মোহাম্মদ সালেহ; রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আরমান রেজা চৌধুরী; গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি বিভাগের কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. লুৎফুল এল. চৌধুরী; ডায়াগনস্টিক এন্ড ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রি.জে. (অব.) ডা. মো. সাইফুল ইসলাম; এবং ল্যাব মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রি. জে. (অব.) ডা. এস. এম. মাহবুবুল আলম প্রমুখ।
সেসময় আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদীপ চাস্কার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ।
আলোচনায় বক্তারা বলেন, সব রোগীর জন্য ক্যান্সারের চিকিৎসা একরকম নয়। এভারকেয়ার হসপিটাল ঢাকা মাল্টি-ডিসিপ্লিনারি পদ্ধতিতে পার্সোনালাইজড চিকিৎসা প্রদান করে, যাতে করে রোগীরা সেরা ফলাফল পেতে পারেন। উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ অনকোলজিস্টদের সহায়তায় তারা দেশেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা প্রদান করতে পেরে গর্বিত। তারা আরও বলেন, রোগীদের যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় তা নিশ্চিত করা এভারকেয়ার হসপিটালসের অন্যতম লক্ষ্য।
বিনিয়োগবার্তা/ডিএফই//