ডেস্ক রিপোর্ট: মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সংস্থাটি ভেঙে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে তাঁর অফিস একটি প্রতিবেদন প্রকাশ করার একদিন পরই এমন ঘোষণা দেওয়া হয়।
সিএনএনের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-পরিচালক একটি ই-মেইলের মাধ্যমে পলকে বরখাস্তের কথা জানান। এতে বলা হয়, ইউএসএআইডির মহাপরিদর্শকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে পলকে।
ইউএসএআইডির মহাপরিদর্শক কার্যালয়ের একজন মুখপাত্র পল মার্টিনের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাঁকে বরখাস্ত করার কোনো কারণ জানানো হয়নি। সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কারও বক্তব্য মেলেনি।
আইন অনুসারে, প্রশাসনকে একজন মহাপরিদর্শককে বরখাস্ত করার আগে ৩০ দিনের নোটিশ দিতে হয়। ওয়াচডগদের অপসারণের জন্য মামলা-নির্দিষ্ট কারণগুলোও জানাতে হয়।
পল মার্টিন ২০২৩ সালের ডিসেম্বর থেকে মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব পালনের প্রথম সপ্তাহে এক ডজনেরও বেশি ফেডারেল সংস্থার মহাপরিদর্শকদের বরখাস্ত করলেও ইউএসএআইডির পদে পলের নিয়োগ বহাল ছিল।
বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইউএসএআইডি মহাপরিদর্শকের অফিসের কর্মীদেরও জানানো হয়েছে, তাদের আর অফিসে প্রবেশাধিকার নেই।
যদিও ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে ওয়াশিংটনে ইউএসএআইডির সদর দপ্তর ভবন বন্ধ করে দিয়েছে, তবুও মহাপরিদর্শকের অফিসের কর্মীদের মঙ্গলবার পর্যন্ত একই ভবনে ব্যক্তিগতভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়।
সোমবার এক প্রতিবেদনে ইউএসএআইডি ওআইজি বলেছে, ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি কর্মীদের সংখ্যা কমানো এবং বিদেশি সহায়তার ওপর ব্যাপক স্থগিতাদেশের ফলে মার্কিন করদাতাদের অর্থায়নে ৮.২ বিলিয়ন ডলারের মানবিক সহায়তার সম্ভাব্য অপব্যবহার ট্র্যাক করা এবং প্রতিক্রিয়া জানানো আরও কঠিন হয়ে পড়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই ইউএসএআইডির ওপর প্রভাব বিস্তার শুরু করেন তিনি। বন্ধ করে দেন বিভিন্ন দেশে এর পক্ষে দেওয়া সহায়তাও।
বিনিয়োগবার্তা/ডিএফই//