খেলাধুলা ডেস্ক: দলটা ব্রাজিল বলেই বোধ হয় সম্ভব! দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার দিয়ে যাত্রা শুরু করেছিল সেলেসাওরা, আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছিল ৬-০ গোলে। সেই দলটিই ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতে নিলো শিরোপা!
রামন মেনেজেসের শিষ্যরা প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর নিজেদের গুছিয়ে নেয়। প্রতিটি ম্যাচেই উন্নতি করতে থাকে ব্রাজিল, যা তাদের ফাইনালে জায়গা করে দেয়।
ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজের জোসে আন্তোনিও আনজোয়াতেগি স্টেডিয়ামে ফাইনালে তারা চিলিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৭৩তম মিনিটে ডেইভিড ওয়াশিংটন, ৮৬তম মিনিটে পেদ্রিনহো, এবং ৮৮তম মিনিটে রিকার্দো মাথিয়াসের গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল।
এই জয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রেকর্ড ১৩তম শিরোপা জিতেছে, যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে জিতেছে ৮ বার।
চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনারও। তবে শিরোপা জিততে হলে প্যারাগুয়েকে অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হতো আলবিসেলেস্তেদের। সেটা তো হয়ইনি, তারা উল্টো ৩-২ গোলে হেরে যায়।
একটা সময় যাদের নিয়ে সংশয় তৈরি হয়েছিল, সেই ব্রাজিলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন।
বিনিয়োগবার্তা/ডিএফই//