Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 19 Feb 2025 13:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন Bangladesh Single Window (BSW) System হতে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) এর সংখ্যা ১,০০,০০০ (এক লক্ষ) এর মাইলফলক অতিক্রম করেছে

জাতীয় রাজস্ব বোর্ডের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের পরিচালক জুযেল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উক্ত মাইলফলক অতিক্রম করার সহযোগী হিসেবে ০২/০১/২০২৫ তারিখ হতে Go-Live এ যাওয়া বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA), ঔষধ প্রশাসন অধিপ্তর (DGDA), বিস্ফোরক অধিদপ্তর (DOEX), রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB), বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (BNACWC), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এবং পরিবেশ অধিদপ্তর (DoE) কে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছে।

আগামী ২৮/০২/২০২৫  তারিখের পর হতে আমদানি ও রপ্তানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে অবশিষ্ট ১২টি সংস্থা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) Bangladesh Single Window (BSW) System হতে অনলাইনে প্রদান করতে সক্ষম হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে।

এ সিস্টেম ব্যবহারের ফলে যে সুবিধাসমূহ পাওয়া যাচ্ছে, তা হলো:

একটি কমন প্লাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (CLP) সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সকল সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে;

- সরকারী কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে;
- পণ্য আমাদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাচ্ছে;
- দেশি-বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টিতে BSW System সহায়তা করছে।
আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত সকল অংশীজনকে Bangladesh Single Window (BSW) বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হলো। যেকোন প্রয়োজনে কল সেন্টার এ (Hotline: 16139) ফোন করে এবং www.bswnbr.gov.bd ওয়েবসাইট থেকে BSW সংক্রান্ত যেকোন সেবা গ্রহণ করা যাবে।

বিনিয়োগবার্তা/এসএএম//