Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 20 Feb 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এস এম শাওন মাহমুদ এফসিএমএ ও মোঃ মশিউর রহমান এসিএমএ দি ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জিল্লুর রহমান এফসিএমএ ও মোঃ জসিম উদ্দিন এফসিএমএ ভাইস-চেয়ারম্যান ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় ২০২৫ সালের জন্য তাদের নির্বাচন করা হয়।

নব নির্বাচিত চেয়ারম্যান এস এম শাওন মাহমুদ এফসিএমএ বর্তমানে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড এর চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত আছেন। তিনি ডিবিসির ২০১২ সালে ট্রেজারার, ২০১৪ সালে সেক্রেটারী এবং ২০১৬ সালে ভাইস-চেয়ারম্যান হিসাবেও তার ভূমিকা পালন করেন।

নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান জিল্লুর রহমান এফসিএমএ বর্তমানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জিএম ফাইন্যান্স ও অ্যাকাউন্টস হিসাবে কর্মরত  আছেন।

নব নির্বাচিত সেক্রেটারী মোঃ মশিউর রহমান এসিএমএ বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড এর অতিরিক্ত কমিশনার (কাস্টমস এন্ড ভ্যাট), প্রথম সচিব (ভ্যাট পলিসি) পদে কর্মরত আছেন।

নব নির্বাচিত ট্রেজারার মোঃ জসিম উদ্দিন এফসিএমএ বর্তমানে নির্বাহী পরিচালক (অর্থ ও মানব সম্পদ) এবং কোম্পানী সচিব পদে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানী, অর্থ মন্ত্রণালয়ের ইআরডির-র একটি সংস্থায় কর্মরত আছেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//