নিজস্ব প্রতিবেদক: বিমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর ২০২৫-২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আহমেদ। প্রথম ভাইস-প্রেসিডেন্ট ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক আদিবা রহমান এবং ভাইস-প্রেসিডেন্ট অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)।
রোববাার (২৩ ফেব্রুয়ারী) রবিবার বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) নির্বাচন ২০২৫-২০২৬ মেয়াদে বিআইএর কনফারেন্স রুমে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিআইএর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেনের সভাপতিত্বে নির্বাচন বোর্ডের অন্য দুইজন সদস্যের মধ্যে নিজাম উদ্দিন আহমেদ এবং নির্বাচন বোর্ডের সচিব এনডিসি, সেক্রেটারী (বিআইএ) ওমর ফারুক উপস্থিত ছিলেন।
নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন:
ক্রিষ্টাল ইন্স্যুরেন্স, চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মাহমুদ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, চেয়ারম্যান, মজিবুল ইসলাম, সিটি ইন্স্যুরেন্স, চেয়ারম্যান, হোসেন আখতার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, চেয়ারম্যান, মোহাম্মদ ফকরুল ইসলাম, জনতা ইন্স্যুরেন্স, পরিচালক, বেলাল আহমেদ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পরিচালক, তায়েব বিন ইউসুফ, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, পরিচালক, আরিফ সিকদার, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ভাইস-চেয়ারম্যান, আমিন হেলালী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ফারজানাহ চৌধুরী, এশিয়া ইন্স্যুরেন্সের, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোঃ ইমাম শাহীন, রিপাবলিক ইন্স্যুরেন্সের, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোঃ আব্দুল মতিন সরকার, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, সৈয়দ বদরুল আলম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিএম ইউসুফ আলী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোঃ জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোঃ কাজিম উদ্দিন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মুখ্য নির্বাহী কর্মকর্তা, এস এম নূরুজ্জামান।
বিনিয়োগবার্তা/এসএএম//