Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Feb 2025 19:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ‘সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ জয় দিয়ে শুরু করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে তারা নিটোল ইন্স্যুরেন্সকে হারিয়েছে ৩ উইকেটে।

আগে ব্যাট করে জুয়েল হাসানের ফিফটিতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে নিটোল। জবাবে সাহেল মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওয়ালটন।

ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল মাত্র ১৪ বলে ৩টি চার ও ৬ ছক্কায় ৪৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ১৯, রাকিবুলের ১৫ ও শুভর ১০ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ওয়ালটন।

বল হাতে নিটোল ইন্স্যুরেন্সের জুয়েল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি ও সজল ২ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা হন ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল।

তার আগে নিটোল ইন্স্যুরেন্সের ইনিংসে জুয়েল সর্বোচ্চ ৬২ রান করেন। ৩১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। শিপলু শাহা ৮ বলে ২টি চার ও ২ ছক্কায় করেন ২৪ রান। এছাড়া ২ ছক্কায় ১৩টি রান আসে ইমরান হোসেন সজীবের ব্যাট থেকে।

বল হাতে ওয়ালটনের রাকিবুল ২ ওভারে ২২ রান দিয়ে ২টি ও জাহিদুল ২ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাজেল ও মামুন।

এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।

বিনিয়োগবার্তা/এসএএম//