নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ-এর সভাপতি মাজেদা খাতুন। এছাড়া, প্রথম সহ-সভাপতি মোঃ রিয়াদ মতিন; মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, দ্বিতীয় সহ-সভাপতি; সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ; কোষাধ্যক্ষ ইফতেখার আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও সাধারণ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভাটি পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরনী উপস্থিত সদস্যদের কাছে উপস্থাপন করা হয়। কোষাধ্যক্ষ ইফতেখার আলম আর্থিক বিবরনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং আলোচনা শেষে আর্থিক বিবরনীর উপর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরবর্তীতে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরনী সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
বিএমবিএ-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম ২০২৪ সালের কার্যক্রম ও অর্জনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি, অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়। সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা মতামত প্রদান করেন।
সভাপতি মাজেদা খাতুন বলেন, বিএমবিএর পুঁজিবাজারের স্বার্থ ও সুরক্ষার জন্য সমস্ত স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে হবে। সভা শেষে বিএমবিএ নেতৃবৃন্দ একটি গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সদস্য ও স্টেকহোল্ডারদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//