Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Mar 2025 10:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে গত সোমবার থেকে শুরু হওয়া ‘সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাহিদুর রহিম। এছাড়া লেডিস গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন জাহাঙ্গীর, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন শায়লা আহসান আর রানার-আপ হয়েছেন জ্যোস্না আরা নীলা। জুনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন খান ফারহান আহমেদ। বেস্ট গ্রোসে সেরা হয়েছেন রায়িম আল মাবরুক।

ভ্যাটার্ন গ্রুপে বিজয়ী হয়েছেন ইউং কমান্ডার (অবঃ) এম. সাইফুল ইসলাম। আর বেস্ট গ্রোসে সেরা হয়েছেন কর্নেল (অবঃ) মোহাম্মদ আমিনুল ইসলাম। সিনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন মেজর (অবঃ) মো. আরমান আলী ভূঁইয়া আর রানার্স-আপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু সোহেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সৈয়দ আহমেদ আলী (পিবিজিএম, এনডিসি)।

এবারের এই প্রতিযোগিতায় দেশি ও বিদেশি ৮ শতাধিক অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন। যেখানে ৪৮০ জন ছিলেন রেগুলার গলফার, ৭৬ জন ছিলেন ভ্যাটার্ন, ২০৬ জন ছিলেন সিনিয়র, ৪২ জন ছিলেন লেডিস আর ১৬ জন জুনিয়র। তার মধ্যে মোট ২৩ জনকে পুরস্কৃত করা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//