Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Mar 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে ও পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার (১ মার্চ) লন্ডন সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে আবারও এই আশ্বাস দেন তিনি।

স্টারমার আরও জানান, ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তির পথ খুঁজে পেতেও চেষ্টা করছেন তিনি। এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান জেলেনস্কি।

এদিকে, ব্রিটিশ সরকারের অনুরোধে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি। এদিনই স্টারমারের নেতৃত্বে ইউরোপীয় নেতাদের জরুরি শীর্ষ সম্মেলনের কথা রয়েছে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও ইউরোপীয় প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাজ্য জুড়ে তার পূর্ণ সমর্থন রয়েছে। যতদিন সময় লাগবে আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে আছি।

স্টারমার বলেন, আপনাকে স্বাগত জানাতে যুক্তরাজ্যে অসংখ্য মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল। এর মাধ্যমেই বোঝা যায় যে যুক্তরাজ্যের জনগণ আপনাকে কতটা সমর্থন করে।

অন্যদিকে, জেলেনস্কি যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি খুবই খুশি যে ব্রিটেনের রাজা আমার সঙ্গে সাক্ষাৎ করবেন ও আপনি (স্টারমার) এত দুর্দান্ত একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছেন। ইউক্রেন এমন অংশীদার পেয়ে গর্বিত।

যুক্তরাজ্যের সান সংবাদপত্র জানিয়েছে, রাজা চার্লসের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ পূর্ব ইংল্যান্ডে রাজার স্যান্ড্রিংহাম এস্টেটে অনুষ্ঠিত হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বাকবিতণ্ডায় উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমা বিশ্বে। ইউক্রেনের প্রতি সমর্থন রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্লকভুক্ত দেশগুলো। ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে কানাডা আর অস্ট্রেলিয়াও। তবে যুক্তরাষ্ট্রের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ায় শেষ পর্যন্ত জেলেনস্কি কতটুকু সুবিধা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: বিবিসি

বিনিয়োগবার্তা/ডিএফই//