Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Mar 2025 12:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধুলা ডেস্ক: যে দলেই খেলেন, সেই দলকে চ্যাম্পিয়ন বানানো হুলিয়ান আলভারেজের ‘অভ্যাস’। ‘আর্জেন্টাইন স্পাইডারম্যান’ খ্যাত আলভারেজ আতলেতিকো মাদ্রিদের হয়ে এবার লা লিগার শিরোপা জিততে পারবেন কি না, তা বোঝা যাবে আরও মাস দু-এক পরে।

তবে আলভারেজ এই মুহূর্তে দলকে নিয়ে যাচ্ছেন ট্রফির দিকেই। কাল রাতে তাঁর গোলেই অ্যাথলেটিক বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

আলভারেজদের এগিয়ে যাওয়ার সুযোগটি এসেছে রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ায়। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি শঙ্কা প্রকাশ করে বলেছেন, শিরোপা অভিযানে বড় ধাক্কা খেয়েছে তাঁর দল।

কাল রাতে একই সঙ্গে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে গেছে আতলেতিকো। বদলি নামার ৭ মিনিটের মধ্যে জয়সূচক গোলটি করেছেন আলভারেজ, যা লা লিগায় তাঁর দশম গোল।

লা লিগার শীর্ষস্থান নিয়ে অনেক দিন ধরেই চলছে ত্রিমুখী লড়াই। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি আতলেতিকোকে দুইয়ে নামিয়ে চূড়ায় উঠেছিল বার্সেলোনা। পরে রিয়াল ২-০ গোলে জিরোনাকে হারালে আতলেতিকো নেমে যায় তিনে। সেই রিয়ালই কাল রাতে বড়সড় হোঁচট খেয়েছে।

বেতিসের মাঠ বেনিতো ভিয়ামারিনে বিরতির সময় ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। দ্বিতীয়ার্ধে নেমে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেতিসকে এগিয়ে দেন রিয়ালেরই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখে আন্দালুসিয়ার ক্লাবটি।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ বছর পর রিয়ালের বিপক্ষে এটিই বেতিসের প্রথম জয়। সর্বশেষ জয়টি এসেছিল ২০২০ সালের মার্চে; সেই ম্যাচেরও ফল ২-১।

লা লিগায় এই মুহূর্তে আতলেতিকোর পয়েন্ট ২৬ ম্যাচে ৫৬। বার্সেলোনা ও রিয়ালের সমান ৫৪ করে। তবে বার্সেলোনা ‘দুই মাদ্রিদের’ চেয়ে এক ম্যাচ কম খেলেছে। আজ রাতে রিয়াল সোসিয়েদাদকে হারাতে পারলে আবারও শীর্ষে উঠে আসবে হান্সি ফ্লিকের দল।

লা লিগায় সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। বেতিসের কাছে গত রাতের হার শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা দিয়েছে, তা মানছেন কোচ আনচেলত্তিও। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটি একটি বড় ধাক্কা। আমাদের স্বীকার করতেই হবে। আমরা যদি মঙ্গলবারও (চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় আতলেতিকোর বিপক্ষে) এভাবে খেলি, তাহলে জিতব না।’

বেতিস ভালো খেলেই জিতেছে বলে মনে করেন আনচেলত্তি, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল, কিন্তু পরবর্তীতে নিবেদনের মাত্রা একই রকম ছিল না। এমন এক দলের বিপক্ষে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি, যারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং জয়টা তাদেরই প্রাপ্য।’

বিনিয়োগবার্তা/ডিএফই//