নিজস্ব প্রতিবেদক: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তাদের দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু হয়েছিল, তবে সরকার তাদের দাবির প্রতি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার ভিত্তিতে তারা কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার সকালে ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন এক বিবৃতিতে জানান, প্রমোশন এবং বৈষম্য নিরসনের দাবিতে ৮, ৯ এবং ১০ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশের সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির অংশ হিসেবে চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করেন।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ১২ সপ্তাহের মধ্যে ৭,৫০০ বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সহকারী, সহযোগী এবং অধ্যাপক পদে নতুন পদ সৃষ্টির মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও, ৫-৬ সপ্তাহের মধ্যে প্রথম ফাইলের প্রমোশন কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।
এ সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে, যদি ১২ সপ্তাহের মধ্যে দাবির বাস্তবায়ন না হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা আবারও কর্মবিরতি পালন করবেন।
বিনিয়োগবার্তা/এসএএম//