Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 22 Mar 2025 14:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফের ফ্লাইট চালু হয়েছে। শনিবার (২২ মার্চ) থেকে পূর্ণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের হেইজ এলাকায় একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় হিথ্রোয় বিমান চলাচল। খবর: বিবিসি।

এ ঘটনার ফলে শুক্রবার প্রায় ২ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েন, অনেক ফ্লাইট বাতিল হয় এবং ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটগুলো নামতে বাধ্য হয়। এতে বিশ্বব্যাপী বিমান চলাচলে বিঘ্ন ঘটে।

হিথরো বিমানবন্দরের প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, এটি আমাদের জন্য বড় ধরনের বিপর্যয়।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, শুক্রবার রাতে আটটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট ছাড়ার অনুমতি পেয়েছে এবং তারা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করছে।

বিমান চলাচল স্বাভাবিক করতে রাতের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। যাত্রীদের তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েচে।

প্রসঙ্গত, হিথরো ব্রিটেনের সবচেয়ে বড় ও ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। সেখানে প্রতিদিন প্রায় ১,৩০০ বিমান ওঠানামা করে এবং গত বছর ৮ কোটি ৩৯ লাখ যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//