Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 23 Mar 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে অনেক ভালো বহুজাতিক কোম্পানি রয়েছে, যেগুলো এখনও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। এতে শেয়ারবাজারে ভালো কোম্পানির অভাব দেখা দিয়েছে। তাই দেশী-বিদেশী কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আগ্রহী করার জন্য বিনিয়োগের পথকে আকর্ষণীয় করে তুলতে হবে।

কোম্পানি আইন অনুযায়ী, অতালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর তুলনায় বেশ কিছু শর্ত সহজ করা হয়েছে। আমাদের করপোরেট করের ব্যবধানও ১৫ শতাংশ ছিল। এ কারণে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানি আইন পর্যালোচনা করা প্রয়োজন। কোম্পানিগুলোকে যদি তালিকাভুক্ত হওয়ার সুবিধা না দেওয়া হয়, তাহলে তারা কেন আইপিওতে আসবে? সহজ ঋণ পাওয়ার জন্য ব্যাংকে যেতে আগ্রহী হবে।

রোববার (২৩ মার্চ) পল্টনে অনুষ্ঠিত ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বন্দরের চার্জসহ অন্যান্য শুল্ক বাড়ানো উচিত নয়, কারণ এর ফলে ব্যবসা-বাণিজ্য মূল্যস্ফীতির চাপ নিতে পারবে না। বিএপিএলসি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। যদি তালিকাভুক্ত হলে কোম্পানিগুলো সুবিধা না পায়, তাহলে তারা আইপিওতে আসবে কেন? বরং তারা ব্যাংক থেকে মূলধন সংগ্রহ করবে।

রূপালী হক চৌধুরী আরও বলেন, আমাদের জিডিপি বিনিয়োগ হার কমে যাচ্ছে। কোভিডের কারণে এসএমই সেক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে, যদিও বড় কোম্পানিগুলো ভালো করছে। ব্যাংকিং খাত এসএমইতে আরও বেশি আগ্রহী হওয়া উচিত।

তিনি বিনিয়োগ আকর্ষণের জন্য আর্থিক নীতি ও অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্য দেশের তুলনায় আমাদের লীড টাইম অনেক বেশি এবং আমাদের রাস্তার অবস্থা উন্নত করতে হবে।

তিনি সম্পূক শুল্ক এবং ভ্যাট আরোপের প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, এসব বিষয় ব্যবসার বটমলাইনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে রংয়ের মতো পণ্যকে বিলাসী হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না, কারণ এগুলো সুরক্ষার জন্য অত্যাবশ্যক।

বিএসইসি’র জনবল চাওয়ার বিষয়ে তিনি বলেন, বিএসইসি আমাদের অভিভাবক। তাদের সংস্কারমূলক কার্যক্রমে আমরা সমর্থন জানাই। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি দিতে হবে।

রূপালী হক চৌধুরী স্পষ্ট করেন যে, আমাদের দেশকে ভালোবাসা থাকতে হবে, এবং মানুষের জীবনমান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সমাজে উঁচু শ্রেণীর মর্যাদা ফিরিয়ে আনতে হবে এবং দেশ ও মানুষের জন্য সৎভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ভাল থাকতে চায়, কিন্তু কিছু ব্যক্তির কারণে আমরা হতাশায় পড়েছি। সকলকে একসাথে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। আশা প্রকাশ করেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিনিয়োগবার্তা/এসএএম//