Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 12:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিট্জস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পিএইচপি গ্রুপের সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে।

এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রামের খুলশীতে পিএইচপি গ্রুপের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় পিএইচপি গ্রুপের পরিচালক মো. আলী হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব রিজিওনাল করপোরেট কায়েস চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অংশীদারত্বের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের সুবিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং উন্নত, কাস্টমাইজড করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং সেবার সুবিধা পাবে পিএইচপি গ্রুপ, যা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডকে আরো সম্প্রসারণে সাহায্য করবে। 

বিনিয়োগ বর্তা/এসএএম//