Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 06 Apr 2025 15:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের প্রায়োরিটি চেকআউট কাউন্টারের সুবিধা দেওয়ার জন্য চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক ও সুপারমার্কেট ইউনিমার্ট। ব্র্যাক ব্যাংকের সকল প্রিমিয়াম ব্যাংকিং এবং বরেণ্য ডেবিট কার্ডহোল্ডার, এবং ইনফিনিট, সিগনেচার, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ঢাকা এবং সিলেটে ইউনিমার্টের ছয়টি আউটলেটে প্রায়োরিটি চেকআউটের অভিজ্ঞতা পাবেন। এর ফলে গ্রাহকরা দ্রুত এবং আরও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা পাবেন।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং, মো: মাহীয়ুল ইসলাম; চিফ মার্কেটিং অফিসার, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়; এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং, মেহরুবা রেজা। ইউনিমার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার, গাজী মাহফুজুর রহমান; চিফ অপারেটিং অফিসার, শাহীন মাহমুদ; এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকশন, এইচইউএম মেহেদী সাজ্জাদ। 

বিনিয়োগবার্তা/ডিএফই//