লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী কমিউনিটি ইন দ্য ইউকে'র পক্ষ থেকে বাংলা নতুন বছর-১৪৩২কে বরণ করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার ভেলেন্টাইন পার্কে বাংলা নতুন বছর - ১৪৩২কে বরণ করেন নরসিংদী কমিউনিটি ইন দ্য ইউকেবাসী।
এদিন সকাল থেকেই যুক্তরাজ্যেের বিভিন্ন প্রান্তে বসবাসরত নরসিংদীর বাসিন্দারা এই পার্কে সমবেত হতে থাকেন। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই প্রায় তিন শহাধিক নারী-পুরুষ ও বাচ্চাদের অংশগ্রহনের মধ্য দিয়ে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে দিনব্যাপি তারা বাঙ্গালির প্রানের এই উৎসবটি উদযাপন করেন।
এ সসয় নানা ধরনের বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, প্রবাসী জীবনে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবসকে ঘিরে ধারাবাহিকভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে এই কমিউনিটির মানুষেরা। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
বিনিয়োগবার্তা/শামীম//