Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Apr 2025 15:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে রাজশাহী থেকে ঢাকাগামী সকল ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আটকা পড়েছে ট্রেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভদ্রা মোড়ে রেললাইনে আগুন দিয়ে তারা অবরোধ করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার এস এম হিমেল বলেন, ভদ্রা রেললাইনে শিক্ষার্থীরা আগুন দিয়ে অবরোধ করেন। এ ঘটনায় ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী প্রবেশের জন্য হরিয়ান রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের দাবি, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি থেকে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। এছাড়া ছয় দফার সব দাবি মানতে হবে। 

বিনিয়োগবার্তা/ডিএফই//