Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Apr 2025 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এসবিএসি ব্যাংক পিএলসি.-এ নতুন যোগদানকৃত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বুধবার (১৬ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলাম। 

এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মোঃ নাজিমুদ্দৌলা। 
সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম। 

প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের ব্যাংকিং নিয়মাচার পরিপালনে সততা, নিষ্ঠা, নৈতিকতা ও পরিশ্রমপ্রিয়তার সাথে সর্বোত্তম গ্রাহকদের সেবা প্রদানে ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়ার আহ্বান জানান। 
 
বিনিয়োগবার্তা/ডিএফই//