Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বিশ্বের সবচেয়ে শক্তিশালী গেমিং ল্যাপটপ নিয়ে এলো তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি পণ্য উৎপাদন প্রতিষ্ঠান আসুস।

বাংলাদেশের বাজারে আসা মডেলটির নাম আরওজি জিএক্স ৮০০। আকর্ষণীয় এ গেমিং ল্যাপটপের মূল্য দরা হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা।

১৮ জুলাই বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের নিজস্ব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই গেমিং ল্যাপটপ উন্মোচন করে।

রিপাবলিক অব গেমার সিরিজের এই নোটবুকে রয়েছে ১৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স প্রযুক্তি। এর পুরো সিস্টেমকে ওভার ক্লক করাতে লিকুইড হাইড্রো কুলিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এর প্রসেসরের ক্লক স্পিড ২.৯ থেকে ৪.৪ গিগাহার্জ পর্যন্ত।

নতুন প্রজন্মের এ ল্যাপটপে আসুসই প্রথমবারের মতো হাইড্রো কুলিং প্রযুক্তি ব্যবহার করছে। এতে রয়েছে কোরআই-৭ প্রসেসর আর ৬৪ গিগাবাইট ডিডিআর ৪ রাম। স্টোরেজে ১.৫ টেরাবাইট এসএসডি।

১৮.৪ ইঞ্চির ল্যাপটপটি বিশ্বের প্রথম ফোর কে ইউএইচডি গেমিং সমর্থিত। এতে অরা আরজিবি সমর্থিত মেকানিকাল কি-বোর্ড রয়েছে, যাতে ব্যবহারকারী পছন্দ মতো কিবোর্ডের রঙ বদলে নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, এমডি রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং আসুসের কান্ট্রি ম্যানেজার মো. আল ফুয়াদ প্রমুখ।

(এম আর / ১৯ জুলাই, ২০১৭)