ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতির পর সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোলিংয়ের শিকার হয়েছেন ভারতের সর্বোচ্চ কূটনীতিবিদ তথা পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তার নিজের কন্যাকে নিয়ে দেশবাসীরই একাংশের কাছ থেকে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হওয়ার পর ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট ‘লক’ করে দিয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সোশ্যাল মিডিয়াতে একদল লোক বিক্রম মিশ্রিকে ‘গদ্দার’ (বেইমান) ও ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করতেও দ্বিধা করেননি। পররাষ্ট্র সচিবের সঙ্গে তার একমাত্র কন্যা ডিডন মিশ্রি-কেও জড়িয়ে নিয়ে অনেকে তাদের ‘একটা নির্লজ্জ লোক আর নির্লজ্জ পরিবার’ বলেও আক্রমণ করেছেন। এমন কী সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয়েছে ডিডন মিশ্রির ব্যক্তিগত মোবাইল নাম্বারও।
এ ঘটনার পর বর্তমানে এক্স হ্যান্ডলটি এখন প্রাইভেট করে দেয়া হয়েছে, যেখানে বাইরের কেউ এসে কোনও কমেন্ট করতে পারবেন না।
এমন পরিস্থিতিতে, ভারতে বিভিন্ন দলের শীর্ষ রাজনীতিবিদ পররাষ্ট্র সচিবের পাশে দাঁড়িয়েছেন এবং তার পেশাদারিত্ব ও কূটনৈতিক দক্ষতার ভূয়সী প্রশংসা করছেন।
দেশটির সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক দীর্ঘ পোস্টে বলেন, এ ধরনের মন্তব্য দেশের জন্য দিনরাত নিষ্ঠার সাথে কাজ করা সৎ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেয়।
তিনি আরও যোগ করেন, ‘সিদ্ধান্ত নেয়া সরকারের দায়িত্ব—ব্যক্তিগত কর্মকর্তাদের নয়। কিছু অসামাজিক অপরাধী গোষ্ঠী সীমা লঙ্ঘন করে কর্মকর্তা ও তার পরিবারের বিরুদ্ধে আপত্তিজনক ভাষা ব্যবহার করছে, কিন্তু বিজেপি সরকার বা এর কোনো মন্ত্রী তার সম্মান রক্ষা বা এমন পোস্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে এগিয়ে আসছেন না।’
বিনিয়োগবার্তা/ডিএফই//