Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : খুলনা নগরবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে।

মহানগরীর রেলওয়ে মাধ্যমিক স্কুলে ওয়ার্ড পর্যায়ে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু হয়।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান সিনিয়র সিটিজেন ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে কার্ড তুলে দিয়ে ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন । খুলনা সদর থানা নির্বাচন অফিসার এ.বি.এম. শামীম মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মিয়া শামসুজ্জামান স্বপন।

সকাল থেকে স্মার্টকার্ড পেতে বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছেন নগরবাসী। দুপুরে বিতরণ কার্যক্রম শুরুর হর স্মার্টকার্ড পেয়ে উল্লসিত হতে দেখা গেছে অনেক জনকে।

খুলনা সদর থানা নির্বাচন অফিসার বলেন, আজ থেকে আগমী ২৭ জুলাই পর্যন্ত এই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। এই ৭ দিনে প্রায় ১৬ হাজার মানুষের মাঝে কার্ড দেওয়া হবে।

(এম আর / ২০ জুলাই, ২০১৭)