নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একইসঙ্গে ঘোষিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বাজেট বলে আখ্যায়িত করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানান এবং পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বাজেটে উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি কর সুবিধা প্রদানের প্রস্তাব করায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অভিনন্দন জানান।
তিনি বলেন, “পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে দীর্ঘদিন ধরে আমরা সরকারের নিকট কর সুবিধাসহ বেশ কিছু সুপারিশ করে আসছিলাম। এবারের বাজেটে আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে। আমাদের দাবির মধ্যে (১) ব্রোকারেজ প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেনের উপর উৎসে করের হার ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ প্রস্তাব করা হয়েছে, (২) তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করের পার্থক্য ২.৫ শতাংশ বৃদ্ধি করে ৭.৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে, এবং (৩) মার্চেন্ট ব্যাংকের জন্য কর্পোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে ২৭.৫০ শতাংশের প্রস্তাব করা হয়েছে।”
তিনি আরও বলেন, আমরা মনে করি, বাজেটে পুঁজিবাজার-সংক্রান্ত এ প্রস্তাবের বাস্তবায়ন বাজারের উন্নয়ন ও অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে এবং এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ইস্যুয়ার কোম্পানি, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকসহ পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন ব্যবসায়িকভাবে লাভবান হবে।
বিনিয়োগবার্তা/শামীম//