Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 09 Jun 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্বের সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন বাংলাদেশি হজযাত্রীরা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে ফিরতি হজ্ব ফ্লাইট, যা চলবে ১০ জুলাই পর্যন্ত।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ্ব পালন করেছেন। এর মধ্যে ১৯ জন হজ্বযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

চলতি হজ্ব মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ্ব সংশ্লিষ্ট অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা ৪৩৬টি ভুয়া হজ্ব এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করেছে।

এদিকে, চলতি বছর পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি চিকিৎসা গ্রহণ করেছেন। এছাড়া, ১৯ জন বাংলাদেশি হাজি বর্তমানে দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার পবিত্র হজ্ব অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

বিনিয়োগবার্তা/এসএএম//