Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 11 Jun 2025 19:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। পবিত্র হজ পালন শেষে মোট ১১টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা।

বুধবার (১১ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৪০৮ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৪১৯ জন।

এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৮৯ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হজের ১১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ৪১৯ জন হাজি দেশে এসেছেন। পাশাপাশি সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ১ হাজার ৫৫৭ এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ২ হাজার ৪৩২ জন। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪১৯ জন হাজি দেশে ফিরেছেন।

এ বছর হজের উদ্দেশে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে যান। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//