Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 16 Jun 2025 21:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: সিলেটে দীর্ঘদিন পর ফের করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্টের সন্ধ্যান মিলেছে। চলতি মাসের শুরুর দিকে দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এ পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ।

করোনা নমুনা পরীক্ষার জন্য তিনটি আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। এছাড়াও করোনা রোগীদের চিকিৎসায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এর বাইরে করোনার পরীক্ষার কিটসহ সব সরঞ্জামাদি সরবরাহ ও প্রস্তুত করে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনার নমুনা পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থা সীমান্তিকে আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। তবে বর্তমানে নমুনা পরীক্ষার চাহিদা কম থাকায় শুধুমাত্র ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা চলবে। রোগী বাড়লে বাকি দুটি ব্যবহার করা হবে।

তাছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ড সংরক্ষিত করে রাখা হয়েছে। পরে রোগী বাড়লে ওয়ার্ড আরও বাড়ানো হবে।

সম্প্রতি সিলেটে দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজন বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৮০ বছর বয়সী এক পুরুষের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অপরজন একজন নারী। তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান বলেন, আপাতত রোগী কম থাকায় শামসুদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ডকে করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে। এখানে অন্যান্য কার্যক্রমও চলবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/ডিএফই//