Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 21 Jun 2025 12:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে বেড়েছে বাজার মূলধন ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫০ হাজার ৫৯১ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১৫২ কোটি টাকা বা ০.০২ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৬৬২ কোটি ৮১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৬ কোটি ৮৬ লাখ টাকায়। আগের সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৬৪ কোটি ০৫ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ৪৫ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৮ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ০৩৭ পয়েন্টে এবং ১ হাজার ৭৮২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসই তে ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, দর কমেছে ১৫৯টির এবং ৪২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//