নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম চালু থাকা নয়টি দেশ থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেছেন ১৭ হাজার ৩৬৭ জন। নয় দেশের ১৬টি মিশনে কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর।
এএসএম হুমায়ুন কবীর জানান, বর্তমানে নয় দেশের ১৬টি মিশন অফিসে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনের কাজ চলছে। যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ—এ পাঁচ দেশে নিবন্ধন শুরুর জন্য সম্মত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে। এখন পর্যন্ত নয়টি দেশ থেকে মোট ৪৮ হাজার ৮০ জন প্রবাসী বাংলাদেশী ভোটার হতে আবেদন করেছেন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৯ হাজার ৬৪৬ জন। ১৭ হাজার ৩৬৭ জন এরই মধ্যে ভোটার হয়েছেন। আর স্মার্টকার্ড হাতে পেয়েছেন ১১ হাজার ২৮৭ জন।
বিনিয়োগবার্তা/এসএএম//