Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 10 Oct 2025 19:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হোসেন সাদাত এফসিএস। শুক্রবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত সংগঠনের ১১৪তম কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ মেয়াদে তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি ২০১৩-২০১৬ মেয়াদের জন্য আইসিএসবি-এর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

হোসেন সাদাত একজন দক্ষ কর্পোরেট নেতা হিসেবে বহুখাত ভিত্তিক কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স, নীতিনির্ধারণী কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগ বিষয়ে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি গ্রামীণফোন লিমিটেড, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি পিএলসি এবং কেপিএমজি রহমান রহমান হক-এ বিভিন্ন উচ্চ পদস্থ পদে দায়িত্ব পালন করেছেন।জুয়েলার্স সমিতি

সভায় ইনস্টিটিউটের কাউন্সিল  মোঃ রফিকুল ইসলাম এফসিএস-কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০১৬-২০১৯ মেয়াদের জন্য আইসিএসবি-এর ইন্টারন্যাশনাল রিলেশনস সাব কমিটি এর মেম্বার সেক্রেটারী এবং ২০১৯-২০২২ মেয়াদে কোম্পানী ল রিভিউ সাব কমিটি এর মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন জনাব ইসলাম বর্তমানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানী সেক্রেটারী হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও উক্ত সভায় অভিজ্ঞ গভরনেন্স প্রফেশনাল মোঃ শরীফ হাসান এফসিএস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ মেয়াদে আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ছিলেন এবং ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ মেয়াদে কর্পোরেট ল রিভিউ সাব কমিটি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৬ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন জনাব হাসান বর্তমানে ইউনিক হোটেল এন্ড রিসোর্ট (ইউনিক গ্রুপ) এর রেগুলেটরি অ্যাফেয়ার্সের এর ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারী হিসেবে কর্মরত আছেন। হাসান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদেও প্রতিনিধিত্ব করছেন।
সভায় আইসিএসবি-এর কাউন্সিল মোঃ মিজানুর রহমান এফসিএস-কে ইনস্টিটিউটের ট্রেজারার নিযুক্ত করেছে। এই নতুন কার্যভার গ্রহণের আগে, তিনি ২০২২-২০২৫ মেয়াদের জন্য আইসিএসবি-এর পাবলিক রিলেশনস সাব কমিটি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৭ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন জনাব রহমান বর্তমানে চার্টার্ড সেক্রেটারী ফার্ম জেসমিন এন্ড এসোসিয়েটস এর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিবা/শামীম//