Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 13 Oct 2025 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মোমতাজুল করিম এন আহমেদ। তিনি ১৯ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় ও বহুজাতিক ব্যাংকে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যাংকার।

এন আহমেদ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনে (এইচএসবিসি) এবং পরবর্তী সময়ে এনআরবি ব্যাংক পিএলসিতে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ব্যাংক আলফালাহ লিমিটেড, বাংলাদেশের করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

করপোরেট ব্যাংকিং, এসএমই ও কৃষি ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি তিনি সাইবার নিরাপত্তা ও ট্রেড-বেসড্ মানিলন্ডারিং প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা এবং সার্টিফিকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।  

বিনিয়োগবার্তা/ডিএফই//