Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 16 Oct 2025 00:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড একসঙ্গে কাজ করতে যাচ্ছে বাংলাদেশে আরও দ্রুত, নিরাপদ এবং সহজে রেমিটেন্স পাঠানোর সুবিধা দিতে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরও সহজভাবে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাতে পারবেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইউসিবির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন। মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুরাজ ভাগানি, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত ও সুরক্ষিত রেমিট্যান্স পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। মাস্টারকার্ডের সহযোগিতায় আমরা আমাদের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করছি, যাতে গ্রাহকরা আরও সহজে ও স্বচ্ছ উপায়ে টাকা পাঠাতে পারেন।

মাস্টারকার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাজ ভাগানি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি প্রধান চালিকা শক্তি। এই অংশীদারির মাধ্যমে আমরা প্রবাসীদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন টাকা পাঠানোর পথ খুলে দিচ্ছি, যা কেবল তাদের পরিবারের জন্য নয়, দেশের ডিজিটাল আর্থিক অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। এতে তাদের পরিবার উপকৃত হবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তিও বাড়বে।

এই উদ্যোগটি একটি ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের স্বপ্নের পথে একটি বড় পদক্ষেপ, যেখানে বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করা সম্ভব হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//