Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা ভালোভাবে মূল্যায়ন করার কারণেই পাসের হার কিছুটা কমেছে। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, গেলোবারের তুলনায় এবার ৫ দশমিক ৭৯ শতাংশ কম পাস করেছে। এবার পাস কম হওয়ায় আমরা বিস্মিত হইনি। পরীক্ষার খাতা ভালোভাবে মূল্যায়ন করার কারণেই এ ফল হয়েছে। গেলো এসএসসি পরীক্ষায়ও একই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি, যার অধীনে পরীক্ষার খাতাগুলো বিশেষভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। এখানে ঢালাওভাবে খাতা মূল্যায়নের কোনো সুযোগ নেই। প্রথমে আমরা প্রধান পরীক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। পরে তিনি অন্যদের প্রশিক্ষণ দিয়েছেন। খাতা দেখার বিশেষ মূল্যায়নের কারণেই ফলের এই পার্থক্য হচ্ছে।

এবছর সারাদেশে পাসের হার ৬৮.৯১। জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ০২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।

অন্যদিকে দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫.৪৪ শতাংশ, জিপিএ ৫-পেয়েছে ২৯৮৭ জন, রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৫২৯৪ জন, বরিশালে পাসের হার ৭০.২৮ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৮১৫ জন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬১.০৯ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৬৯.৭৪ শতাংশ, কুমিল্লা বোর্ডের পাসের হার ৪৯.৫২ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৭০.০২ শতাংশ এবং সিলেট বোর্ডের পাসের হার ৭২.০০ শতাংশ।

(এমআইআর/ ২৩ জুলাই ২০১৭)