Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Apr 2025 07:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড হিসেবে ৮ম আইসিবি ইউনিট ফান্ডের সাবস্ক্রিপশন শুরু হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি থেকে এ ফান্ডটির সাবক্রিপশন শুরু হয়। ব্যক্তি বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক, এনআরবি, মিউচ্যুয়াল ফান্ড এবং কালেক্টিভ ইনভেষ্টমেন্ট স্কীমের বিনিয়োগকারীরা এ ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে গত ১৭ জানুয়ারি বিএসইসির ৫৯৫তম কমিশন সভায় কিছু সংশোধনীসহ বে মেয়াদি অষ্টম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা। কনভারশন গাইডলাইন অনুসরণ করার কারণে প্রসপেক্টাসে কিছু সংশোধনী প্রয়োজন হয়। সেগুলোসহ বেমেয়াদি গ্রোথ ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন হয়। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৪০ কোটি টাকা।

বেমেয়াদিতে রূপান্তরের আগে ফান্ডটির নাম ছিল অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড। তখন সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, যা অপরিবর্তিত থাকবে। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

বর্তমান বিধি অনুসারে, বেমেয়াদি ফান্ড স্টক এক্সচেঞ্জে লেনদেনযোগ্য নয়।

(এসএএম/ ০৫ ফেব্রুয়ারি ২০১৭)