প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির মতিঝিল কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
৪ দিনব্যাপী এ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। মূলত দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুজিবাজার সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিই মূল লক্ষ্য।
এম সাইফুর রহমান মজুমদার অনুষ্ঠানে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন দিক তুলে ধরেন। কিভাবে বিনিয়োগ করলে ঝূঁকি কমানো সম্ভব; নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরণের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে; এসব নানা বিষয়ে আলোকপাত করেন তিনি।
রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জালাল উদ্দিন, টাইমস সিকিউরিটিজের ট্রেক হোল্ডার মো. বদিউজ্জামান ও সিএসইর উপ-মহাব্যবস্থাপক গোলাম ফারুক প্রমুখ।
(এসএএম/ ২৮ জুলাই ২০১৭)