প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির অংশ হিসাবে দেশব্যাপি বিভিন্ন শাখার কর্মকর্তা ও অনুমোদিত প্রতিনিধিদেরকে প্রশিক্ষণ দিয়েছে পুঁজিবাজারের অন্যতম স্টেকহোল্ডার ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। ‘পুঁজিবাজারে বিক্রয় কৌশল’ শীর্ষক মাসব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালা শেষে কর্মকর্তাদেরকে সনদ প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (২৯ জুলাই ২০১৭) রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির শাখা অফিসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদ বিতরণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান।
ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এম এ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহযোগী অধ্যাপক নিতাই চন্দ্র দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারের কাজ অন্য কাজের মতো নয়। এখানে বিনিয়োগকারীদের যেমন প্রশিক্ষনের প্রয়োজন রয়েছে, তেমনি হাউজগুলোর কর্মকর্তাদেরও প্রশিক্ষনের প্রয়োজন রয়েছে। আপনাদেরকে মাসব্যাপি প্রশিক্ষিত করে ব্র্যাক ইপিএল ব্রোকারেজ একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।
আপনারাও প্রশিক্ষনলব্দ জ্ঞান দিয়ে দেশব্যাপি পুঁজিবাজারের কার্যক্রমকে আরও বেগবান করবেন বলে আশা করছি।
সভাপতির বক্তব্যে ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এম এ রহমান বলেন, পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে আমরা নানাবিদ কর্মকান্ড হাতে নিয়েছি। এসব কর্মকান্ডের অংশ হিসাবে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের যেমনিভাবে সচেতন করার কাজ করছি, তেমনিভাবে দেশব্যাপি আমাদের বিভিন্ন শাখার কর্মকর্তাদেরও প্রশিক্ষিত করে তুলছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারে সচেতন বিনিয়োগকারী সৃষ্ঠি হবে এবং বাজারের গভীরতা আরও বাড়বে বলে আমরা আশা রাখছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজের কমপ্লায়েন্স সেটেলমেন্ট বিভাগের প্রধান অঞ্জন বারৈ। রিটেইল সেলস এনড ট্রেড বিভাগের প্রধান আরিফুল হক মল্লিক, মতিঝিলের শাখা ব্যবস্থাপক সৈয়দ ফজলে রাব্বি এবং লার্নি এ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রতিনিধি একেএম শাহ আলম প্রমুখ।
(শামীম/ ৩০ জুলাই ২০১৭)