Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : গতকাল হোয়াইট হাউজের উচ্চপদস্ত কর্মকর্তা কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচ্চিকে বরখাস্ত করা হয়েছে।

বিবিসির খবর অনুযায়ী দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় চাকরি থেকে বরখাস্ত করা হল তাকে।

কিছুদিন আগে অ্যান্থনি স্কারামুচ্চিকে মিডিয়া প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার কারণেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স এবং মুখপাত্র শন স্পাইসার পদত্যাগ করেছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ওয়াল স্ট্রীটের সাবেক এই আর্থিক ব্যবস্থাপক একজন রিপোর্টারকে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন।

ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন রিপোর্টারের কাছে করা অ্যান্থনির মন্তব্য তার অবস্থান অনুযায়ী একেবারেই অনুপযুক্ত।

গতকাল জন কেলি ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ হিসেবে শপথ গ্রহণের পরেই তিনি অ্যান্থনি স্কারামুচ্চিকে বরখাস্তের এই সিদ্ধান্ত নেন।

(এম আর / ১ আগষ্ট, ২০১৭)