Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 04 Apr 2025 07:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আইন অমান্যকারী বিশ্ববিদ্যালয়গুলোকে শাস্তি প্রদানে নতুন পন্থা অবলম্বনে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদনের ওপর নির্ভর করে সেসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ও ইউজিসির চেয়ারম্যান।

বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন, আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই। আমরা বারবার সুযোগ দেয়ার পরও যেসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আজ গঠন হওয়া কমিটি যে প্রতিবেদন দেবে তার ভিত্তিতেই আমরা যথাযথ ব্যবস্থা নেব।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানকে আহ্বায়ক এবং ইউজিসির কর্মকর্তা জেসমিন পারভিনকে সদস্য সচিব করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হাসান চৌধুরী।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৭)