প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশের অন্যতম শীর্ষ দুই গ্রুপ ওয়ালটন গ্রুপ এবং রবি আজিয়াটা লিমিটেড ভবিষ্যতে একসাথে কাজ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে। দুই গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
রবির প্রধান নিবার্হী এবং ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিনের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ১ আগস্ট ওয়ালটন সদর দপ্তর পরিদর্শনকালে এ ইচ্ছা ব্যক্ত করেন।
মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটনের নতুন সদর দপ্তর পরির্দশন করে রবির প্রতিনিধিদল। এ সময় তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম।
রবির প্রতিনিধিদল একটি ‘সৌহার্দ্য কেক’ সঙ্গে নিয়ে আসেন পরির্দশনকালে। এর ওপরে লেখা ছিল, ‘ওয়ালটন-রবি টুগেদার উই গ্রো’।
রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন বলেন, ‘ওয়ালটন এবং রবি একই প্লাটফর্ম থেকে সেবা দিচ্ছে। উভয়েই নিজেদের দেশীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্ভাব্য সকল ক্ষেত্রে আমরা একযোগে কাজ করলে উভয়েই লাভবান হব। আমাদের গ্রাহকরা উপকৃত হবেন, দেশ উপকৃত হবে। একসাথে কাজ করার স্বার্থে নেটওয়ার্ক বিস্তৃতিতে প্রয়োজনে বিনিয়োগ করতেও রাজি আছে রবি।’
এ সময় উপস্থিত ছিলেন- ওয়ালটনের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। রবির পক্ষে আরো উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল, এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজমুল হক, করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার এনায়েতুল করিম, এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার আজমত উল্লাহ খান এবং করপোরেট সেলস ম্যানেজার সুমন কুমার বিশ্বাস।
(এম আর / ৩ আগষ্ট, ২০১৭)