Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সাধারণ মানুষকে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার সম্পর্কে ধারণা ও কেনার সুযোগ করে দিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৩ দিনের ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৭’।

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের অষ্টম প্রদর্শনী এটি। বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে এবারের মেলায়। অংশ নিয়েছে স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, শাওমি, সনি র‌্যাংগস, আসুস জেনফোন, নকিয়া, লাভা, লিনেক্স, মাইক্রোম্যাক্স, লেনোভো, ডিসিএল, উইনম্যাক্স, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, ডিটেল, এডাটা, আজকের ডিলসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।

প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড়। তরুণ প্রজন্মের ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ক্রেতা আকর্ষণে নগদ ছাড় ও বিশেষ গিফট দিচ্ছে কোম্পানি ও পরিবেশকরা।

অপ্পোতে আকর্ষণীয় গিফট: টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে গ্রাহক এবং দর্শনার্থীদের জন্য গিফট অফার এবং এক্সপেরিয়েন্স জোন দিচ্ছে অপ্পো বাংলাদেশ। অপ্পো এল এফ৩, এফ৩ প্লাস এবং এ৫৭ ফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। দর্শনার্থীদের প্রফুল্ল করতে অপ্পো প্যাভিলিয়নে থাকছে লটারির মাধ্যমে আকর্ষণীয় গিফট।

২ হাজার টাকায় স্যামসাংয়ের স্মার্টফোন: মেলায় দর্শনার্থীদের জন্য মাত্র ২ হাজার টাকায় স্মার্টফোন দিচ্ছে স্যামসাং। মেলা উপলক্ষে ৬ হাজার টাকা মূল্যের গ্যালাক্সি স্টার প্রো মডেলের হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে এই বিশেষ ছাড়। এই ফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ডিভাইসটি পিছনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, এফএম রেডিও ইত্যাদি সুবিধা রয়েছে। এছাড়া মেলায় স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮, এস ৮প্লাস কিনলে পাওয়া যাবে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড।

আর গ্যালাক্সি জে২ কিনলে একটি টি-শার্ট। গ্যালাক্সি জে ৭ ও এ সিরিজের ফোনের সঙ্গে মিলবে ব্যাকপ্যাক। এছাড়া রয়েছে টিভি ও ফ্রিজ জেতার সু্যোগ।

অ্যাক্সেসরিজ মিলছে মূল্যছাড়ে: স্মার্টফোনকে একেবারে ‘স্মার্ট’ করে তুলতে এর আনুষঙ্গিক অ্যাক্সেসরিজের বিকল্প নেই। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চীনা মোবাইল ব্র্যান্ড শাওমি এনেছে বেশ কয়েকটি অ্যাক্সেসরিজ। এর মধ্যে কয়েকটি রেঞ্জের পাওয়ার ব্যাংক, হেডফোন, মিনি পোর্টেবল স্পিকার, রিস্ট ব্র্যান্ড, এমআই রাউটার, ভিআরসেটের মতো পণ্য। এসব পণ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিচ্ছে শাওমি।

এছাড়া মেলায় ডিটেলে পাওয়ার ব্যাংক, চার্জার, ইউএসবি ক্যাবল, ফার্স্ট চার্জিং ক্যাবল, রাউটারসহ বেশ কয়েক ধরনের অ্যাক্সেসরিজে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

মেলায় পাওয়ার ব্যাংক, অ্যাপল ক্যাবল, টাইপ সি-ক্যাবল, মাইক্রো ইউএসবি ক্যাবল, মেমরি কার্ড, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ওটিজি পেনড্রাইভ, পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডড্রাইভ, সলিট স্টেটড্রাইভসহ অন্যান্য অ্যাক্সেসরিজ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ডের এডাটা।

উই স্মার্টফোনের সঙ্গে ফ্রি স্মার্টফোন: মেলায় দেশীয় ব্র্যান্ড উই মোবাইল দিচ্ছে একটা কিনলে আরেকটা ফ্রি অফার। উই মোবাইল ব্র্যান্ডের নির্দিষ্ট স্মার্টফোন কিনলে এই অফার পাওয়া যাচ্ছে। উই ভি৩, এস১ এবাং এক্স২ মডেলের স্মার্টফোনগুলা কিনলে ফ্রি পাওয়া যাবে এল১ মডেলের স্মার্টফোন।

ভি৩ মডেলের ফোনটি ছাড়ে ৮ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে উই। ফোনটিতে রয়েছে দুই জিবি র‍্যাম, ১৬ জিবি রম, ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এস১ মডেলে রয়েছে মার্শমেলো ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে, পিছনে ১৩ এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। দুই জিবি র‍্যাম ও ১৬ জিবি রমের সঙ্গে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর দাম ১০ হাজার ৯৯০ টাকা।

এছাড়া ৫ ইঞ্চি ডিসপ্লের এক্স২ ফোনটিতে রয়েছে পিছনে ৮ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে তিন জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। এছাড়া ১০০ জিবি ক্লাউড ব্যবহার করা যাবে। এর দাম ১১ হাজার ৯৯০ টাকা। এই তিনটি হ্যান্ডসেট কিনলে সঙ্গে পাওয়া যাচ্ছে একটি করে স্মার্টফোন ও টি-শার্ট।

এছাড়া মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে ‘স্মার্ট চ্যাম্প কুইজ কনটেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা হুয়াওয়ে, মাইক্রোম্যাক্স, লাভা ও লেনোভোর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন। মেলার তিনদিন সিম্ফনি মোবাইলের স্পন্সরে ‘সেলফি বাজ কুইজ কনটেস্ট’-এ পুরস্কার জেতার সুযোগও রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করা যাবে। প্রবেশমূল্য ২০ টাকা। মেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

(এসএএম/ ০৪ আগস্ট ২০১৭)