Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খালি গায়ে ঠান্ডা পানিতে মাছ শিকার করলেন।

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এই ব্যক্তির এই দুঃসাহসিক মৎস্য শিকারের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশ হয়ে পড়ে। এনডিটিভি অনলাইনের সূত্রে এ খবর জানা যায়। তা ছাড়া ক্রেমলিন বিবৃতি দিয়ে এ বিষয়ে সবাইকে জানিয়েছে।

৬৪ বছর বয়স্ক পুতিন তার শারীরিক সামর্থ্যের প্রমান দিতে প্রায়ই দুঃসাহসিক কর্মকাণ্ড করে থাকেন। এর মাধ্যমে তিনি জনপ্রিয়তাও কুড়িয়ে থাকেন।

রাশিয়ার সীমান্তবর্তী সাইবেরিয়ায় তিন দিনের মৎস্য ও পশু শিকারে রয়েছেন পুতিন। সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে একটি হৃদে মাছ শিকার করেন তিনি। কনকনে ঠান্ডার মধ্যেও খালি গায়ে তার মাছ শিকারের এই কর্মকাণ্ড নজর কেড়েছে সবার।

আগামী বছর মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রার্থী হবেন পুতিন। তাকে নিয়ে পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার শেষ নেই। সবশেষ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর আরো বেশি ক্ষেপেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ৭৫৫ কূটনীতিককে বহিষ্কার করেছেন পুতিন।

(এম আর / ৬ আগষ্ট, ২০১৭)